অমরনাথ হিন্দুদের এক অন্যতম তীর্থক্ষেত্র। সেখানে হাজারও তীর্থযাত্রীরা প্রতিবছর অমরনাথ যাত্রা করেন। সেখানে বরফের তৈরি শিব লিঙ্গকে ঈশ্বর জ্ঞানে পুজো করেন ভক্তরা। ঠিক এরকম শিব লিঙ্গ রয়েছে উরোপেও যা অনেকেরই অজানা।
ইউরোপের অস্ট্রিয়ার সালজবুর্গ শহরের কাছে এক ৪০ কিলোমিটার লম্বা বরফের গুহায় বরফের তৈরি ৭৫ ফুট উঁচু শিব লিঙ্গ রয়েছে। এটা অনেকেরই অজানা। অমরনাথের মত হরেও এই শিব লিঙ্গের কোনো পূজা হয় না। পর্যটকরা এখানে আসে প্রকৃতির লীলা ও সৌন্দর্য দেখতে।
১৮৭৯ সারে এই গুহা আবিষ্কৃত হয়। আবিষ্কারের পর দেখা যায়, একটি নয় সেখানে অনেকগুলো শিব লিঙ্গ রয়েছে। যার সব কয়টিই বরফের তৈরি। এক কিলোমিটার সিঁড়ি বেয়ে পর্যটকদের সেখানে উঠতে হয় এবং এটি কেবণ মে থেকে অক্টোবর মাস অব্দি খোলা থাকে।