হবিগঞ্জের বানিয়াচং সদরের দারুল কোরআন টাইটেল মাদ্রাসার ছাত্র আতহার উদ্দিন বিলাল (১০) মসজিদের ২য় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। সে উপজেলা সদরের মজলিশপুর গ্রামের নিজাম উদ্দিন খন্দকারের ছেলে। রোববার ( ৬ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের সময় মাদ্রাসার মসজিদে এ ঘটনা ঘটে। সূত্রমতে জানা যায়, মাগরিবের আজানের সময় শিক্ষক, ছাত্র ও মুসল্লীরা মসজিদে আসেন নামাজ আদায় করতে। এসময় হিফজ বিভাগের ছাত্র আতহার উদ্দিন বিলালও আসে মসজিদে নামাজ পড়তে। নামাজ শুরু হলে সবাই নামাজে দাঁড়ানোর পর আতহার উদ্দিন বিলাল মসজিদের ২য় তলায় চলে যায় ছোট্ট একটি বল নিয়ে খেলতে। এসময় বলটি এস এস পাইপের রেলিংয়ের ফাঁক দিয়ে ছাদের কিনারে যায়।
বলটি আনতে গিয়ে পা পিছলে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ছাত্রসহ শিক্ষকরা তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (৭সেপ্টেম্বর) ভোরে ইন্তেকাল করেন।