সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের ক্রিকেটের সকল মঞ্চে সর্বত্র যার জয়জয়াকার। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেটের বর্নাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন এই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান। ধোনি তার ইনস্টাগ্রামে লিখেছেন ‘পুরো ক্যারিয়ার জুড়ে আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ । ৭টা ২৯ মিনিট (আজ) থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নেন।’ বিদায়ী এই স্ট্যাটাসের সাথে একটি ভিডিও যুক্ত করা হয়েছে। যেখানে তার ১৫ বছরের ক্যারিয়ারকে ফুটিয়ে তোলা হয়েছে।

৩৯ বছর বয়সী ধোনি সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত বিশ্বকাপে। এরপর তাকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। মহেন্দ্র সিং ধোনি ভারতের একমাত্র অধিনায়ক হিসাবে জিতেছেন বিশ্বকাপ, টি-টুয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন ট্রফি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আসন্ন আইপিএলে খেলবেন কিনা এবিষয়ে কিছু জানাননি তিনি।

ক্রীড়া ডেস্ক | বাংলাদেশদর্পণ.কম