ভারতের  উত্তর দিনাজপুরের বিস্ময়কর এক শিশু ময়ূখ বর্মন। ২১ মাস বয়সের এই শিশুটি তার অদ্ভুত প্রতিভার জন্য সে এখন সবার কাছে পরিচিত। বাবা রাজু বর্মন পেশায় আর্টিস্ট এবং মা মিনা বর্মন ভারতের উত্তর দিনাজপুর জেলার অঙ্গনওয়ারী কেন্দ্রের সহায়িকা।

মাত্র ২১ মাস বছর বয়সেই সে দেশ বিদেশের রাজধানী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ জাতীয় পশু পাখি, জাতীয় সংগীতের নাম সবকিছু তার ঠোঁটস্থ করেছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ এক্সট্রা অর্ডিনারী হিসেবে নাম উঠেছে ময়ূখের।

বিশ্বে এমন অবাক করা শিশু এর অগেও জন্ম নিয়েছে। যারা অল্প বয়সেই হয়ে উঠেছে এক আশ্চর্যের বিষয়। যাদের মধ্যে শিশু ময়ূখ বর্মন একজন।