রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদকে ২৮ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। রবিবার সকালে সাহেদকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে আদালতে পুলিশ সাহেদের ৪০ দিনের রিমান্ড চায়। ১০ দিনের রিমান্ড শেষে রবিবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আবারো সাহেদকে ২৮ দিনের রিমান্ড দিয়েছে।
৬ জুলাই রিজেন্ট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অন্তত ৬ হাজার ভুয়া করোনা করোনা পরীক্ষার সনদ ও মানুষের সাথে প্রতারণা এবং অর্থ হাতিয়ে নেওয়া সময় মিলে র্যাবের।
৭ জুলাই র্যাব রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামালা করে। বোরকা পরা অবস্থায় সাহেদকে গত ১৫ জুলাই সকালে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র্যাব।