চীন ও ভারতের মধ্যে বহুবার সংঘর্ষ হয়েছে। বর্তমানেও ভারত ও চীনে বিরাজ করছে ইত্তেজনা। স্মপ্রতি লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর দুই দেশের সেনারাই সতর্ক অবস্থানে আছে।
ভারত লাদাখ সীমান্তে মোতায়েন করতে যাচ্ছে রাফাল জেট। এর আগে মিরেজ ২০০০, সুখোই ৩০ , মিগ-২৯ এর মতো ফাইটার জেট মোতায়েন করেছিল ভারত। অ্যাডভান্স ও ফরোরার্ড বেস থেকে ওসব বিমান টহল দিচ্ছে রাত দিন ।
সংবাদসংস্থা এএনআই জানায়, চলতি মাসের শেষের দিকে ভারতে আসছে রাফাল জেট। লাদাখ পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতের বিমান বাহিনীর কমান্ডাররা এ সপ্তাহেই আলোচনায় বসছেন। বৈঠকেই আলোচনা হবে রাফাল জেট নিয়ে।
বিমানবাহিনীর প্রধান আর কে এস ভাদুরিয়ার নেতৃত্বে ওই বৈঠকে লাদাখের বর্তমান পরিস্থিতি মূল আলোচনার বিষয় হবে। ২২ জুলাই থেকে ২ দিন চলবে এই বৈঠক।