ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মোবাইলে ভিডিও দেখানোর নাম করে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে।
শৈলকুপার শাহাবাজপুর গ্রামের রানা হোসেন (২২) নামের এক যুবক এই ঘটনা ঘটিয়েছে। সে ওই গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাতে ওই শিশুটিকে নিজের ঘরে মোবাইলে ভিডিও দেখাচ্ছিল রানা। ঘরে মেয়েটিকে একা পাওয়ার সুযোগে সে জোর করে ধর্ষণ করে। এরপর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঘরের মধ্যেই ফেলে রেখে পালিয়ে যায় রানা।
পরবর্তীতে মেয়েটির কান্না-চিৎকারে পরিবারের লোকেরা ছুটে এসে উদ্ধার করে তাকে। জরুরি চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই ধর্ষিতা শিশুটির চাচা আইনের শরণাপন্ন হন। তিনি বাদী হয়ে শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করেছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আসামীকে আটক করার জন্য বিভিন্ন স্থানে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি দ্রুতই তাকে আটক করা যাবে।