বর্তমানে সারাবিশ্ব করোনা ভাইরাস আতঙ্কে থরকম্প। এই অবস্থার মধ্যেও আফ্রিকার দেশ উগান্ডাতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

সারাবিশ্বে করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৪ লক্ষ। সেখানে উগান্ডাতে এখনো মৃতের সংখ্যা শুন্য। মোট আক্রান্ত হয়েছে ৭৬৩ জন। এরমধ্যে সুস্থ হয়ে ৪৯২ জন।

কিন্তু করোনা পরিস্থিতিতে তারা এত সফল হলো কি করে? জবাবটা দিয়েছেন খোদ উগান্ডার সরকার। শুরু থেকেই করোনা নিয়ে করোনা নিয়ে শক্ত অবস্থানে ছিল দেশটির সরকার। বাইরের দেশ থেকে উগান্ডায় ফিরে আসা ব্যক্তিদের বিমানবন্দর থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এতে তারা দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস ছড়াতে পারেনি। এছাড়াও সরকারি-বেসরকারি উদ্যোগে নিয়মিত জীবানুনাশক ছিটানো হয়েছে। 

দেশটির প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনি দেশটিতে গণজমায়েত নিষিদ্ধ করেছেন। সকল প্রকার শপিংমল, দোকানপাটে করোনা সুরক্ষাসামগ্রী ব্যবহারের নির্দেশ জারি করা হয়েছে। করোনা ঠেকাতে এক রোল মডেল হিসাবে এখন বেশ সমাদৃত হচ্ছে উগান্ডা।

বিশ্বজিৎ মজুমদার | বাংলাদেশদর্পণ.কম