ঝিনাইদহ : করোনা প্রতিরোধে কঠোর সিদ্ধান্ত গ্রহন করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন। আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলাকে সুরক্ষিত রাখতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সকল ব্যবসা প্রতিষ্ঠান, চায়ের দোকান দুপুর ২ টার মধ্যে বন্ধ করতে হবে। ঔষধ ফার্মেসী ছাড়া কোন দোকান খোলা রাখা যাবে না। ইজিবাইকে ২ জনের বেশি যাত্রী উঠানো যাবে না। মাস্ক পড়া বাধ্যতামুলক করা হয়েছে। মাস্ক না পড়ে বাইরে গেলে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেলা বা জরিমানা করা হবে।

এছাড়াও গ্রামাঞ্চলের দোকান বা চায়ের দোকান ২ টার পর খোলা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করবে। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা নিয়ন্ত্রন বিষয়ক এক জরুরী সভায় এ সিন্ধান্ত গ্রহণ করা হয়।

প্রান্ত বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম