দোল পূর্ণিমা প্রধানত বাংলা এবং উড়িষ্যার একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব যা প্রতি বছর অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের অন্যান্য অংশে দোল পূর্ণিমা ‘হোলি’ নামে পরিচিত। এই উৎসবের অন্য নাম বসন্তোৎসব। দোল পূর্ণিমা রঙের উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় উদযাপন করা হয়। এই দিন সকলে রং, আবির দিয়ে খেলা করে একে অপরকে রং লাগিয়ে আনন্দে মেতে ওঠেন। এই দিন রাধা কৃষ্ণের পূজা অর্চনা করা হয়। এই উৎসবে সকলে মিলে মিশে আনন্দ করেন। বাংলার মানুষদের জন্য এই উৎসব পালনের আর একটি কারণ হল, এই দিন শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মদিবস হিসাবে উদ্‌যাপন করা হয়। হিন্দু বৈষ্ণব ধার্মিকদের জন্য এই দিন খুবই গুরুত্বপূর্ণ।

(শ্রীশ্রীগৌরাঙ্গ মহাপ্রভূর (৫৩৫তম) আবির্ভাব তিথি (আবির্ভাব ইংরেজি ১৪৮৬, ১৮ ফেব্রুয়ারি, শকাব্দ ১৪০৭, বঙ্গাব্দ ২৩ ফাল্গুন, ৮৯২, শনিবার ফাল্গুনী পূর্ণিমায় চন্দ্রগ্রহণকালে।)

আসুন জেনে নেওয়া যাক, ১৪২৬ সনের দোল পূর্ণিমার নির্ঘণ্ট:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

পূর্ণিমা আরম্ভ:

বাংলা তারিখ: ২৪ ফাল্গুন ১৪২৬, রবিবার।

ইংরেজি তারিখ: ০৮/০৩/২০২০

সময়: রাত্রি ০৩টে ০৪ মিনিট থেকে।

পূর্ণিমা শেষ:

বাংলা তারিখ: ২৫ ফাল্গুন ১৪২৬, সোমবার।

ইংরেজি তারিখ: ০৯/০৩/২০২০।

সময়: রাত্রি ১১টা ১৮ মিনিট পর্যন্ত।

পূর্ণিমার উপবাস, নিশিপালন ও দোল উৎসব:

বাংলা তারিখ: ২৫ ফাল্গুন ১৪২৬, সোমবার।

ইংরেজি তারিখ: ০৯/০৩/২০২০।

সময়: রাত্রি ১১টা ১৮ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

পূর্ণিমা আরম্ভ:

বাংলা তারিখ: ২৪ ফাল্গুন ১৪২৬, রবিবার।

ইংরেজি তারিখ: ০৮/০৩/২০২০।

সময়: রাত্রি ০২টো ০১ মিনিট ১৪ সেকেন্ড থেকে।

পূর্ণিমা শেষ:

বাংলা তারিখ: ২৫ ফাল্গুন ১৪২৬, সোমবার।

ইংরেজি তারিখ: ০৯/০৩/২০২০।

সময়: রাত্রি ১১টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ড পর্যন্ত।

পূর্ণিমার উপবাস, নিশিপালন ও দোল উৎসব:

বাংলা তারিখ: ২৫ ফাল্গুন ১৪২৬, সোমবার।

ইংরেজি তারিখ: ০৯/০৩/২০২০।

সময়: রাত্রি ১১টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ড পর্যন্ত।

বিশেষ দ্রষ্টব্য- উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয়।