যশোর: লকডাউনে ইজিবাইক বন্ধ থাকায় চালকেরা ত্রাণের দাবিতে যশোর কালেক্টরেট ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

চালকরা দাবি করেন, স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনোপ্রকার ত্রাণ সহায়তা তাদের প্রদান করা হচ্ছে না। যার ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন।

গত ২৬শে মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণার পর  বিভিন্ন পর্যায়ের শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন এসব মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। তবে ত্রাণ সহায়তা বিতরণে সন্তুষ্ট নয় অসহায় মানুষ।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই দাবি করেছেন, যারা সহায়তা পাচ্ছে তারা অনেক জায়গা থেকে পাচ্ছে। আর যারা পাচ্ছে না তারা কোন জায়গা থেকেই পাচ্ছে না। তারা ত্রাণ সহায়তার সুষম বণ্টন দাবি করেন।

এর আগেও যশোরে বিভিন্ন এলাকার অসহায় মানুষ ও যশোর পরিবহন শ্রমিকরা ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে। 

বিশ্বজিৎ মজুুুমদার/যশোর