ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গোটা জাতি শোকাহত। এরই মধ্যে জানা গেল, তিনি কিরোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। 

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রথিতযশা শিক্ষাবিদ। এদিন সকালে এবং বিকালে দু’বার তার নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্ট করা হয়। রাতে অধ্যাপকের ছেলে আনন্দ জামান নিশ্চিত করেছেন, তার বাবার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। 

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্যবিধি মেনে সরকারি ব্যবস্থাপনায় ও যথাযোগ্য মর্যাদায় চিরতরে সমাহিত হবেন দেশের জাতীয় অধ্যাপক।

অধ্যাপক ড. আনিসুজ্জামানের বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরেই তিনি ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। 

আরও পড়ুন: