আজমতউল্লাহ ওমারজাইয়ের শর্ট বল উড়িয়ে মারলেন অ্যাডাম জ্যাম্পা। লং অনে মোহাম্মদ নাবি সহজ ক্যাচ নিতেই উল্লাসে মাতোয়ারা আফগানিস্তান
বোলিং কোচ ডোয়াইন ব্রাভো সবার আগে ঢুকলেন মাঠে। একে একে যোগ দিলেন কোচিং স্টাফের অন্যরাও। আর মাঠে তখন আনন্দে যেন দিশেহারা রাশিদ খান, গুলবাদিন নাইব, ফাজালহাক ফারুকিরা। গ্যালারিতে সমর্থকদের মুখে হাসি আর চোখের কোনায় চিকচিক করছে আনন্দাশ্রু।
বাঁধভাঙা উচ্ছ্বাস এ দিন আফগানদের মানায়। তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় ম্যাচে প্রথম জয় বলে কথা! সেটিও বিশ্বকাপের মঞ্চে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গত ওয়ানডে বিশ্বকাপে খুব কাছে গিয়েও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি তারা। এবার ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে দাপট দেখিয়ে ২১ রানে জিতল রাশিদ খানের দল। একইসঙ্গে তারা বাঁচিয়ে রাখল সেমি-ফাইনাল খেলার আশা।
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রোববার সকালে ১৪৮ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়াকে ১২৭ রানে গুটিয়ে দেয় আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৮/৬ (গুরবাজ ৬০, ইব্রাহিম ৫১, ওমারজাই ২, জানাত ১৩, রাশিদ ২, নাবি ১০*, গুলবাদিন ০, নানগেলিয়া ১*; অ্যাগার ৪-১-১৭-০, হেইজেলউড ৪-০-৩৯-০, কামিন্স ৪-০-২৮-৩, জ্যাম্পা ৪-০-২৮-২, ম্যাক্সওয়েল ২-০-১২-০, স্টয়নিস ২-০-১৯-১)
অস্ট্রেলিয়া: ১৯.২ ওভারে ১২৭ (হেড ০, ওয়ার্নার ৩, মার্শ ১২ ম্যাক্সওয়েল ৫৯, স্টয়নিস ১১, ডেভিড ২, ওয়েড ৫, কামিন্স ৩, অ্যাগার ২, জ্যাম্পা ৯, হেইজেলউড ৫*; নাভিন ৪-০-২০-৩, ফারুকি ৩-০-২১-০, ওমারজাই ১.২-০-৯-১, নাবি ১-০-১-১, নানগেলিয়া ১-০-১৩-০, রাশিদ ৪-০-২৩-১, নুর ১-০-১১-০, গুলবাদিন ৪-০-২০-৪)
ফল: আফগানিস্তান ২১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: গুলবাদিন নাইব
স্পোর্টস ডেস্ক ,বাংলাদেশ দর্পণ