নেত্রকোনাঃ'পাট শিল্পের অবদান,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ' এই শ্লোগানকে সামনেরেখে  উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পভূক্ত পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে সোমবার(১০ই জুন) সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান নোমানির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শাওন রানী দেও,সদর উপজেলা

কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন,সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান মানিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম প্রমুখ। এসময় আরোও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা উপ সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মোহম্মদ আলী। প্রশিক্ষণটি পরিচালনা করেন,নেত্রকোনা সদর উপজেলার উপ সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামী।


প্রশিক্ষণে নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক পাটচাষী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে তাদের একটি করে সুদৃশ্য পাটের ব্যাগ উপহার দেয়া হয়।


নয়ন বর্মন

নেত্রকোনা প্রতিনিধি

বাংলাদেশদর্পণ.কম