নেত্রকোণাঃ নেত্রকোণায় বন্যার দূর্গত মানুষের মাঝে ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করেছে ৩১বিজিবি। সোমবার দুপুরে জেলার খালিয়াজুরী উপজেলার শালদীঘা জিসি উচ্চ বিদ্যালয়ে পাঁচশো পরিবারের মাঝে এই ত্রাণ উপহার বিতরণ করেন।
নেত্রকোণা (বিজিবি’র ৩১) ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এএসএম জাকারিয়ার নেতৃত্বে দূর্গতদের মাঝে এই ত্রাণ উপহার সামগ্রি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন (বিজিবি’র ৩১) ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো:আমিনুল ইসলাম, নায়েক সুবেদার মো:জহিরুল ইসলাম, খালিয়াজুরী চাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ওই উপজেলার শালদীঘা জিসি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রসহ স্থানীয় দূর্গত পাঁচ শত মানুষের মাঝে চাল, ডাল, আলু, চিড়া, পানির বোতল ও ঔষধ বিতরণ করা হয়।
(৩১বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এএসএম জাকারিয়া বলেন, জেলার দূর্গাপুর, কলমাকান্দা, বারহাট্টা, মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এগারো শত পরিবারের মাঝে ত্রাণ উপহার সামগ্রি বিতরণ করা হয়।
প্রতিবেদক,নেত্রকোনা