নেত্রকোনাঃ দেশ বিদেশের অন্যান্য স্থানের মত বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোনায় শুরু হয়েছে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব।
উৎসব উপলক্ষ্যে দুপুরে পৌর শহরের বড়বাজার আখড়া মন্দির প্রাঙ্গন থেকে জেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে রথযাত্রা উৎসবের র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রথটি মালনীতে অবস্থিত ত্রিনয়নী সংঘের মন্দিরে পৌঁছেছে।
অন্যদিকে, আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) শহরের সাতপাই শ্রী শ্রী জগন্নাথ বল্লভ মন্দির প্রাঙ্গন থেকে রথযাত্রা উৎসবের র্যালী শুরু করে। বর্নাঢ্য রথযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।
রথযাত্রা উপলক্ষে বড়বাজারের আখড়া প্রাঙ্গনে নানা রকমের পসরা নিয়ে বসেছে মেলা। আগামী ৭ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে সাতদিনব্যাপী রথযাত্রা উৎসব।
নয়ন বর্মন
নেত্রকোনা প্রতিনিধি,বাংলাদেশ দর্পণ