নেত্রকোনাঃ জেলার বন্যা কবলিত কেন্দুয়া উপজেলায় ২শত দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন স্কটিশ গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা ( সিএফও ) মনিরুজ্জামান মনির। শনিবার (২৫জুন) সকালে উপজেলার তার নিজ ইউনিয়ন আশুজিয়ার হাসুয়ারী,কৈলাটি, ভগবতীপুর,বয়রাকান্দা গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।


ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল,চিড়া-মুড়ি-চিনি- সাবান-খাবার স্যালাইন ও বিস্কুট। ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন স্কটিশ গ্রুপ অব ঢাকার সিএফও মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।



উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় জেলার ১০টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৮ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।


প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ