সংগীতশিল্পী-গীতিকার কেকে মারা গেছেন। মঙ্গলবার (৩১ মে) কলকাতায় একটি অনুষ্ঠান গান করছিলেন তিনি। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন ৫৩ বছর বয়সী এই তুমুল জনপ্রিয় শিল্পী।

কেকে’র পূর্ণ নাম ছিল কৃষ্ণ কুমার কুন্নাথ। বলিউডে তার গান তুমুল জনপ্রিয়। মঙ্গলবার কলকাতার গুরুদাস কলেজের উৎসব উপলক্ষে নজরুল মঞ্চে গান করছিলেন তিনি। হঠাৎ করে অসুস্থ বোধ করার পরপরই তিনি হোটেলে ফিরে যান। কিন্তু অবস্থা আরও খারাপ হচ্ছিল। তাকে দ্রুত কলকাতার সিএমআরআই হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ডাক্তার জানান, কেকে মারা গেছেন। 

কলকাতায় পরপর দুইদিন ধরে অনুষ্ঠানে গান করছিলেন কেকে। 

বুধবার সকালেই কেকে’র স্ত্রী ও দুই ছেলে কলকাতা পৌছাবেন। 

কেকে’র মৃত্যুসংবাদ বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়লে তার কোটি কোটি ভক্ত শোকে মুহ্যমান হয়ে পড়েন। এ খবর শুনে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এছাড়া অভিনয়, সংগীত ও ক্রীড়াঙ্গনের তারকারাও একের এক শোক প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে। 


বিশেষ প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ