মুজিব শতবর্ষের উপহার
--------------------------------
কৃষক মোহম্মদ হামিজউদ্দিন
 --------------------------------

স্বাধীনতার সূর্য তুমি,তুমি জাতির পিতা
তবে কে তোমার পিতা,কে তোমার মাতা
কোথায় তোমার বাসস্থান?

আমি বলি তুমি,বাংলা মায়ের সন্তান
মাকে তুমি কত ভালবাসতে দিয়ে মন প্রাণ।
মায়ের সুখের জন্য আজীবন করেছো সংগ্রাম
হয়েছো কারাবন্দি মায়ের বাঁচাতে প্রাণ

৭০এর নির্বাচনে হয়ে জয়ী মাকে করেছিলে  খুশি
জয়ের মালা পড়তে দিলনা শোষণকারী পাকিস্থানি
মাকে করলো অপমান,
কেড়ে নিল লক্ষ প্রাণ।

দিয়েছো স্বাধীনতার ডাক
ডাকে সাড়া দেয় বাংলার নওজোয়ান 
তোমাকে বন্দি করে নিয়ে যায়,পাকিস্থানি নরপশু শয়তান
মায়ের প্রাণ বাঁচাতে জীবন দিলে উৎসর্গ করে।

অস্ত্র ধরে বীর বাঙালী মুক্ত করে মায়ের গলের  ফাঁসি
তুমি আসলে ফিরে মায়ের কোলে,
নবাব সিরাজদ্দৌলার হত্যাকারী মীরজাফরের গোষ্ঠী
তোমাকে দিলনা মায়ের কোলে থাকতে।
তুমি মাকে ছেড়ে অনেক দূরে চলে গেলে।

তোমার কন্ঠধ্বনি যখনই শুনি
মায়ের জুড়ায় প্রাণ।
যতদিন আছে পৃথিবী
ততদিন থাকবে তোমার কন্ঠবাণী।

আরো একবার ফিরে এসোনা মায়ের কোলে
মা তোমাকে কত আদর করবে
মুখে চুমু খাবে,মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াবে।
ঘুমের ছড়া বলবে,খোকা ঘুমাও রাত ভরে।
জেগে উঠবে দিন ভরে।

আমি ডাকি বাংলার শ্রেষ্ঠ সন্তান
আরেকবার এসে দেখে যাও
তোমার যোগ্য কন্যা,তোমার স্বপ্নের বাংলা
করেছে সোনায় সোহাগা।
মায়ের পক্ষ থেকে তোমায় জানাই
হাজারো সালাম।।