গাজীপুর: লবন্দহ খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন কিশোরী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরী নিখোঁজ রয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায়।

মারা যাওয়া কিশোরীরা হলো- পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিতি আক্তার (১৫), একই গ্রামের হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪), একই গ্রামের মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার (১৪)। রিতি জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির, আইরিন পাইনশাইল গ্রামের গাছপুকুরপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির, মায়া জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

নিখোঁজ হলো পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিয়া আক্তার (১০)। সে জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার লবন্দহ খালে এখন অথৈই বন্যার পানি। প্রতিদিনই সেখানে আশপাশের শিশু-কিশোররা গোসল করতে নামে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রিতি, রিয়া, আইরিন ও মায়াসহ ৫-৬ জন কিশোরী গোসল করতে নামে। এ সময়ে ওই চারজন হঠাৎ খালের স্রোতে পড়ে যায়। খালের পাড়ে থাকা অন্য শিশু-কিশোররা তাদের দেখতে না পেয়ে ডাক-চিৎকার শুরু করে। দুইজন পাড়ে উঠেতে পারলেও ওই চারজন পানিতে ডুবে যায়।

এসময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে রিতি আক্তারকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক রিতি আক্তারকে মৃত ঘোষণা করে।

আশপাশের লোকজন অন্যদের উদ্ধার করতে না পেয়ে গাজীপুর দমকল বাহিনীকে খবর দেয়া হয়। দুপুর দেড়টার দিকে গাজীপুর দমকল বাহিনীর ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুইজনের লাশ উদ্ধার করে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক মিয়া জানান, বিকাল ৪টা পর্যন্ত তিন কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। অন্য নিখোঁজ আরেক কিশোরীকে খোঁজার কাজ অব্যাহত রয়েছে।

প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ