মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেল ক্রসিংয়ে পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টার দিকে ভাটেরা রেলওয়ে স্টেশনের কাছে হোসেনপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এটি একটি অরক্ষিত রেল ক্রসিং। মাইক্রোবাসটি পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এখনও উদ্ধার কাজ চলছে।

বাংলাদেশদর্পণ.কম