ঢাকা:প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী ছাত্রদের জন্য বহু আগে থেকেই আলাদা হল এবং উপাসনালয় রয়েছে। কিন্তু ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী ছাত্রীদের হলে প্রার্থনার জন্য কোন উপাসনালয় নেই।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী ছাত্রীবোনদের দীর্ঘদিনের এই সমস্যা উপলব্ধি করে প্রার্থনা কক্ষ বরাদ্দের জন্য ছাত্রীদের পক্ষে দাবি তুলে ধরেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তিলোত্তমা শিকদার। এ সময় জগন্নাথ হলসহ ছাত্রীদের প্রত্যেক হলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই দাবীর পরিপ্রেক্ষিতে, প্রার্থনার জন্য আলাদা কক্ষ বরাদ্দের সম্মতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.এএসএম মাকসুদ কামাল।

দাবির প্রতি সম্মতি জানানোয় সনাতন ধর্মাবলম্বী ছাত্রীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ