বাংলাদেশের সর্ববৃহৎ হিন্দু ছাত্র সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হলো। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলির সঙ্গে দিবসটি পালন করে সংগঠনটির বিভিন্ন ক্যাম্পাস শাখা।

প্রতিবছরের মতো এবারও দীপাবলিতে সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় শাখার উদ্যোগে আলোক উৎসবের আয়োজন করা হয়।

৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় প্রাঙ্গনে কর্মী সমাবেশ ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর কলেজ প্রাঙ্গনে প্রদীপ ও সহস্রাধিক মোমবাতি জ্বালিয়ে আলোকিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাইকেল মমধুসূদন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ হাসান সরোয়ার্দী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নাসিম রেজা, যশোর রামকৃষ্ণ মিশনের উপাধ্যক্ষ আত্মবিভানন্দ মহারাজ, যশোর সরকারি সিটি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অলোক বসু, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ সদস্য দীপঙ্কর দাস রতন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব দাস প্রমুখ।

জেলা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ