কুমিল্লাসহ সারাদেশে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর ও হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে ইসকনের সাথে একাত্ত্বতা প্রকাশ করে সনাতন বিদ্যার্থী সংসদ, মাগুরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।


সোমবার সকাল ১১ টায় উক্ত মনববন্ধনে নেতৃত্ব দেন সনাতন বিদ্যার্থী সংসদ শালিখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক  শ্রী লক্ষ্মণ কুমার  মন্ডল,সহ-সভাপতি শ্রীমিলন সরকারসহ  প্রমুখ বিদ্যার্থীরা। 


সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা মন্দির ভাংচুর ও বাড়িতে হামলার ঘটনায় সারাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা আতংকে রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান ও হিন্দুধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও ভাংচুরে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অতীতে ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটছে।