পটুয়াখালী:জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিনে সতিরাম গ্রামের হিন্দুপাড়া সংলগ্ন ২ নং ও ৭ নং ওয়ার্ডকে সংযোগ করা ব্রিজটির এপ্রোচ সড়ক ভেঙ্গে ধসে খালে পরে যাচ্ছে। বিটুমিনাস কার্পেটিং পাকা সড়কের এপ্রোচের ইট সিংহভাগ  খালে পরে গিয়েছে।
পানপট্টি ইউনিয়ন এর   গুরুত্বপূর্ণ সড়ক এটি। এ সড়কটি বর্তমানে পানপট্টি ইউনিয়ন ছাড়াও রাঙ্গাবালী উপজেলা ও গলাচিপা উপজেলা এই দুই উপজেলার মানুষের যাতায়েত এর একমাত্র পথ।
অবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কের এপ্রোচের ধসে পরে যাওয়া রোধ না করা হলে যানচলাচল  বন্ধ  হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী মনে করেন, সড়কের  এপ্রোচের ইট ধসে পরে যাওয়ার কোন তাৎক্ষনিক ব্যাবস্থা না নেয়া গেলে ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পরবে।

বিষয়টা সম্পর্কে পানপট্টি ইউপি চেয়ারম্যান  আবুল কালাম বলেন," এপ্রোচ সড়কে ব্লক বা গাইড ওয়াএ না করায় বৃষ্টিতে মাটি ধসে গেছে। এর ফলে এপ্রোচ সড়কের ইট খালে পরে যাচ্ছে।জরুরী ভাবে গাইড ওয়াল তৈরি করা না হলে এটি সংস্কারের কাজ আরো ব্যায়বহুল হবে।বিষয়টি আমি উপজেলা প্রকৌশলী কে অবহিত করেছি।"
গলাচিপা প্রকৌশলী জাহাঙ্গীর আলম এর  কাছে বিষয়টা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, "বিষয়টি সমাধানে অতিদ্রুত  প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।"


প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ