ডেস্করিপোর্ট:হেফাজত নেতা মামুনুল হকের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লার এক হিন্দু যুবক ঝুমন দাস ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন।

পরবর্তীতে এই স্ট্যাটাস কে কেন্দ্র করে মামুনুল অনুসারী ও উগ্র ইসলামী ধর্মান্ধ গোষ্ঠী ১৭ই মার্চ নোয়াঁগাও গ্রামে স্থানীয় হিন্দুদের উপর বীভৎস হামলা চালিয়ে প্রায় ৯০টি হিন্দুবাড়ি,বেশ কয়েকটি হিন্দুমন্দিরসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাংচুর করে। এসময় নারীদের শ্লীলতাহানিও করার ও অভিযোগ রয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২৪শে মার্চ পুলিশ ঝুমন দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এরপর থেকে ঝুমন দাস কারাগারে আছেন। 

বার বার জামিনের আবেদন করা হলেও জামিন মিলছেনা ঝুমন দাসের। এঘটনার পর থেকে ঝুমনদাসের মুক্তির দাবিতে দেশে বিদেশে একের পর এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন চলছে অসাম্প্রদায়িক চেতনা লালনকারী অনেক ব্যাক্তি ও সংগঠনের উদ্যোগে। এরই ধারাবাহিকতায়

এবার ফেসবুক স্ট্যাটাসে ঝুমন দাসের মুক্তি দাবি করলেন কবি নির্মলেন্দু গুণ। বৃহস্পতিবার রাতে তিনি লেখেন,"ঝুমন দাসকে জামিন দিয়ে, ওর বিচারের ঝাঁপি খুলুন। দেখি তাঁর অপরাধ কতখানি। 
ওকে বিনা বিচারে আটকে রাখছেন কেন?

তার এই স্ট্যাটাসের পরপরই অনেকেই মন্তব্য করে তার দাবির প্রতি সহমর্মিতা জানিয়েছেন।


নয়ন বর্মন, প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ