নেত্রকোনা:মডেল থানা পুলিশের অভিযানে  মোটরসাইকেল চুরির অভিযোগে ২ জনকে গ্রেফতার  করা হয়েছে। তাদের দেয়া তথ্য মতে উদ্ধার করা হয়েছে ৩টি চোরাই মোটর সাইকেল। এ ব্যাপারে মডেল থানা পুলিশ জানায়,  গত ২২/০৮/২১ তারিখ মোক্তারপাড়া এলাকা হতে ০১টি সুজুকি মোটর সাইকেল চুরি হলে উক্ত ঘটনায় নেত্রকোণা মডেল থানার মামলা নং- ৫৫(৮)২১ রুজু হয়। উক্ত চুরির ঘটনায় জড়িত আসামী মোঃ মারুফ আহম্মেদ (২১) কে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে পৌরসভাধীন সড়ক ও জনপথের ভিতর হতে উল্লিখিত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।  পরবর্তীতে আসামী মারুফকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদকালে তার দেয়া তথ্যের ভিত্তিতে আবু আব্বাস কলেজের সামনে হতে মোটর সাইকেল চোর হৃদয় হাসান হাবিব (১৯) কে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের গফরগাঁও এলাকা হতে ০১টি হিরো গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।   উল্লেখ্য যে, অদ্য ৩১/০৮/২১ তারিখ  সকাল বেলা নেত্রকোণা বড় ষ্টেশন এলাকা হতে ০১টি হিরো স্প্লীন্ডার মোটর সাইকেল চুরির হওয়ার অভিযোগ পাওয়া গেলে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সাতপাই এলাকা হতে উল্লিখিত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।  মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।   নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি