গত বুধবার ৩০শে জুন সকাল ১১টায় রাউজান পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট অনুষ্টিত হয়েছে। প্রস্তাবিত বাজেটের পরিমাণ ছিলো ৫২ কোটি ৯৭ লক্ষ ৩৮ হাজার ৭৩৯ টাকা। বাজেট ঘোষণা করেছেন রাউজান পৌরসভার পৌর মেয়র জনাব জমির উদ্দিন পারভেজ।

রাউজান পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত মূল বাজেটের বিপরীতে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার টাকা। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌরসভার কনফারেন্স কক্ষে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

উক্ত বাজেট নিয়ে মেয়র পারভেজ জানান রাউজান পৌরসভার নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি ৩৯ লক্ষ ৮০ হাজার ৮১৩ টাকা এবং সরকার কর্তৃক ও বিভিন্ন প্রকল্প বাবদ উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৪ কোটি ৫৭ লক্ষ ৫৭ হাজার ৯২৬ টাকা।

এছাড়াও পৌরসভার নিজস্ব রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩ লক্ষ ২০ হাজার টাকা এবং সরকার কর্তৃক ও বিভিন্ন প্রকল্প বাবদ উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৭০ লক্ষ টাকা।

পৌরসভার বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত বাজেট অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি স্বপনদাস গুপ্ত, রাউজান পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, পৌর প্যানেল মেয়র-১ আলহাজ্ব বশির উদ্দিন খান, প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্ত, প্যানেল মেয়র-৩ নাছিমা আক্তার, কাউন্সিলর কাজী ইকবাল, শওকত হাসান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, আজাদ হোসেন, এড. দিলীপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি, জমিয়তুল মোদার্রেছীনে উপজেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকী, আলহাজ্ব মাওলানা আবদুল মান্নান, মাওলানা এম এ মতিন, বাস মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানী, প্রেসক্লাব সভাপতি শফিউল আলম, মাওলানা এনাম, পৌর যুবলীগ সেক্রেটারী জিয়াউল হক রোকন, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ কামাল উদ্দিন,ক্রীড়া সংস্থার সেক্রেটারী ওসমান গণী রানা,সেন্ট্রাল বয়েজের সভাপতি সাইদুল ইসলাম, সহ পৌর কর্মকর্তা- কর্মচারীগণ।

জনি বিশ্বাস| চট্টগ্রাম প্রতিনিধি