দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে, চালানো হয়েছে শারীরিক নির্যাতন। এমন ভয়ংকর অভিযোগ করেছেন তিনি নিজেই।

রবিবার (১৩ জুন) রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করেন পরীমণি। বিচার চেয়ে আবেদন করেন প্রধানমন্ত্রী বরাবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

এরপর তিনি নিজের অসহায়ত্ব তুলে ধরেন। বলেন, ‘এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজীর আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাই না মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনার বিস্তারিত জেনে, চুপ হয়ে যায়! আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না।’

তিনি লেখেন, ‘আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে- এই গেলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুনি মনে পড়ে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারি করতে চলেছি হয়তো। আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনও অন্যায় মেনে নিতে! আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। কখনও মনে হয়নি আমার মাকে খুব দরকার। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাঁচতে চাই।’

এদিকে এমন স্ট্যাটাসের পেছনের ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হয় পরীমণির সঙ্গে। তিনি বলেন, ‘যা বলেছি সত্য বলেছি। আমি নায়িকা বলে কি এমন ঘটনা স্বাভাবিক? আমি এর বিচার চাই। ১০ জুন থেকে আমি ট্রমার মধ্যে আছি। শতবার চেষ্টা করেছি ভুলতে। চেষ্টা করেছি বিচার পাওয়ার জন্য। কিন্তু সবখানে নীরবতা। বিচারের আশ্বাস আর পাই না। তাই বাধ্য হয়ে এই পোস্ট দিয়েছি।’

কিন্তু পুরো ঘটনাটি কী? কে বা কোথায় এমন ঘটনা ঘটলো? এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘এখন যদি নাম বলি, আপনারা হয়তো নিউজ করবেন। কিন্তু আমার জীবনের নিরাপত্তার কথা ভাবুন একবার। আমি তো যাদের কাছে নাম বলার সেটা গত চারদিন ধরে বলেছি। তবে আমার শেষ ভরসা আপনারাই (মিডিয়া)। যদি কোনও ফলাফল না পাই, তাহলে আমি মিডিয়াকে অন রেকর্ড সব বলবো দ্রুত সময়ে। আমি এর বিচার চাইবোই।’

বিনোদন ডেস্ক, বাংলাদেশ দর্পণ