মেক্সেকোতে জন্ম তাদের
পপি গাছের ভাই,
কাঁটাযুক্ত বিষাক্ত সে
উপকারিতা নাই।

অপরূপা ফুল ফুটিয়ে 
যত্রতত্র থাকে,
তা নিয়ে মানুষজনকে
রূপ দেখাতে ডাকে। 

বীজগুলি দেখতে তাদের 
সর্ষে দানার মতো,
অসাধু লোক সর্ষের সাথে
মেশায় পারে যতো।

ভেজাল তেলে রান্না হলে
বিষাক্ত হয় খাবার,
অসুস্থ হয় মানুষ তাতে
যদি করে সাবার।

সাতাত্তরে কলকাতাতেই
বিষাক্ত তেল খেয়ে,
অনেক মানুষ ভূগেছিলেন
বিষক্রিয়া পেয়ে। 

ফুলের নামটি শিয়াল কাঁটা
কাছে গেলেও ভুলে,
দেখতে তারা ভালো হলেও
হাতে নিওনা তুলে।