নেত্রকোনা: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে নেত্রকোনায় ক্ষোভ ও ঘৃণা জানিয়ে সড়ক অবরোধ করেছে সাংবাদিকরা। জেলা প্রেসক্লাব ও নেত্রকোনা সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

শনিবার(২২মে) দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের পৌরসভা মোড়ে এই বিক্ষোভ প্রদর্শন  ও সড়ক অবরোধ করা হয়।এ সময় উক্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাব সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, কোষাধ্যক্ষ আবুল কাসেম, এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, সাংবাদিক ভজন দাস ,সাংবাদিক সঞ্জয় সরকার, সাংবাদিক পল্লব চক্রবর্তী, সাংবাদিক কামাল হোসাইন, সাংবাদিক আলপনা বেগম, সাংবাদিক আনিসুর রহমান প্রমুখ। এসময় অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক  সাংবাদিক উপস্থিত ছিলেন

বক্তারা আগামীকালের মধ্যে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নিশর্ত মুক্তি দাবি করেন, অন্যথায় ভবিষ্যতে আরো কঠিন কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে।

 

নয়ন বর্মন | নেত্রকোনা প্রতিনিধি