নেত্রকোনা: টিকা নেওয়ার ছয় সপ্তাহের মাথায় নেত্রকোনার জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান ও তার সহধর্মিণী কাজী সুবর্ণা আক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে(মমেক) ভর্তি আছেন।
জেলা সিভিল সার্জন সেলিম মিয়া খবরটি নিশ্চিত করেছেন। 

গতকাল কোভিড ১৯ রেপিড এন্টিজেন টেস্ট করা হয় ১১ জনের, তাদের মধ্যে জেলা প্রশাসক ও তার সহধর্মিণীর পজিটিভ রিপোর্ট আসে। এর পরপরই তাদের মমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

জেলায় গত ১ বছরে ১৩ হাজার ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে ১২ হাজার ৯ শত ২৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ৮ শত ৭৭ জনের করোনা সনাক্ত হয়েছে ও ৮ শত ৫৪ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে।

দেশের অন্যান্য স্থানের মতো নেত্রকোনাতেও কোভিড ১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে। জেলা সদরে প্রতিদিন প্রায় ৩ শত জন এই টিকা গ্রহণ করছেন।

এছাড়া করোনা সংক্রমন ঠেকাতে জেলা পুলিশ প্রশাসন জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণসহ সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

 

নয়ন বর্মন | নেত্রকোনা প্রতিনিধি