নেত্রকোনা: বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেছেন, মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। যোগাযোগ ব্যবস্থা সহ সকল ক্ষেত্রেই দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে মুজিব জন্মশতবার্ষিকীতে নেত্রকোণা ও কেন্দুয়াবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার নেত্রকোণা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ জেলা মহাসড়ক।

শনিবার (২০ মার্চ) দুপুরে নেত্রকোণা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের নেত্রকোণা অংশের উন্নয়ন কাজ উদ্বোধনকালে অসীম কুমার উকিল এসব কথা বলেন।

মোট ৩শত ৫৩ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ২৭ কিলোমিটার মহাসড়ক উন্নয়ন প্রকল্পের মধ্যে আজ ৪৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নেত্রকোণা-কেন্দুয়ার ৮ কিলোমিটার মহাসড়ক অংশের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার কেন্দুয়ার নোয়াদিয়া একতা উচ্চ বিদ্যালয়ে নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড্ আব্দুল কাদির ভূঁইয়া সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম