যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে তৈরী মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১৫ই ফেব্রুয়ারী দিবাগত রাতে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

১৬ই ফেব্রুয়ারী শ্রী শ্রী সরস্বতী পূজার প্রস্তুতি উপলক্ষে সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের মধুমঞ্চে পূজার মন্ডপ তৈরী করা হয়। কিন্তু সকালে শিক্ষার্থীরা উপস্থিত হয়ে পুরো মন্ডপ ভাঙাচোরা অবস্থায় পায়। 

খবর পেয়ে অধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ, পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অরবিন্দু কুমার কুন্ডুসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত হয়ে দোষীদের শাস্তির আশ্বাস দিয়ে পূজা সম্পন্ন করার অনুরোধ করেন।

এসময় কলেজের নৈশপ্রহরীদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি।