পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দিরে হামলার ঘটনায় ১২ জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ প্রধান এবং ১১ জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।

পুলিশ জানায়, কাপুরুষত্ব, দায়িত্বহীনতা এবং অবহেলার পরিচয় দেওয়ায় তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দির রক্ষার চেষ্টা না করে কয়েকজন পুলিশ সদস্য সেখান থেকে পালিয়েছিল। এ ঘটনায় প্রাদেশিক সরকার আরও ৩৩ পুলিশ কর্মকর্তাকে এক বছরের জন্য বরখাস্ত করেছে। 

গত ৩০ ডিসেম্বর স্থানীয় ধর্মীয় নেতাদের উসকানিতে সহস্রাধিক মানুষ খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কারাক জেলায় শত বছরের পুরোনো একটি হিন্দু মন্দিরে হামলা চালায়। হামলাকারীরা মন্দিরের ছাদে ওঠে ভাঙচুর চালায়। মন্দিরটি গুঁড়িয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তার আগেই মন্দিরের ব্যাপক ক্ষতিসাধন হয়ে যায়। 

১৯১৯ সালে অবিভক্ত ব্রিটিশ ভারতে মন্দিরটি নির্মিত হয়। ১৯৯৭ সালেও এটিতে হামলা চালায়। ২০১৫ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের সংস্কার করা হয়।