নেত্রকোনা: জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান”-এই শ্লোগানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের মোক্তারপাড়া পাবলিক হলের সামনের সড়কে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন নেত্রকোনার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে নেত্রকোনা জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে জেলা প্রশাসক কাজী আব্দুর রহমানের সভাপতিত্বে পাবলিক হলে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার কাজ শুরু হয়।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নেত্রকোনা সিনিয়র বিচারক শাহজাহান কবীর, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, বিজিবি অধিনায়ক সাব্বির আহমেদ, নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তাসহ আরো অনেক। এসময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের তীব্র প্রতিবাদ জানান।

অনুষ্ঠানে জেলার সরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নয়ন বর্মন

নেত্রকোনা প্রতিনিধি