এবার হাইপারসনিক মিসাইল টেস্ট করে বিশ্বের শক্তিশালী দেশ রাশিয়া, আমেরিকা ও চীনের পাশে চতুর্থ দেশ হিসাবে নাম লেখালো ভারত।

বর্তমান সময়ে চীন- ভারতের সংঘাতের কথা গোটা বিশ্বের কাছে পরিচিত। একদিকে যখন সংঘাত চলছে অন্য দিকে হাইপারসনি মিসাইল টেস্ট করল ভারত। এপিজে আব্দুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে এ টেস্টিং করা হয়। যেখানে শব্দের থকে ৬ গুণ বেশি গতিতে ছুটেছে মিসাইল। সোমবার সকাল ১১ টা ৩ মিনিটে এ পরীক্ষা করা হয়। অগ্নি মিসাইল বুস্টার দিয়ে এ মিসাইল টেস্ট করা হয়। পাঁচ মিনিটের মধ্যে পরীক্ষাটি সম্পূর্ণ করা হয়।

ডিআরডিও তৈরি করেছে হাইপারসনিক টেস্ট ডেমোনস্ট্রেটর ভেইকল। সরকারি সূত্রে দাবি, আগামী পাঁচ বছরের মধ্যে স্ক্র্যামজেট ইঞ্জিন সহ হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারবে ডিআরডিও। যা এক সেকেন্ডে ২ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করবে। এদিন ডিআরডিও চিফ সতীশ রেড্ডির নেতৃত্বে এই মিসাইল টেস্ট হয়।

১১ টা ৩ মিনিটে অগ্নি বুস্টার হাইপারসনিক ভেইকলটিকে ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যায়। পরে দুটি আলাদা হয়ে যায়। এই পরীক্ষার পর প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আন্তর্জাতিক ডেস্ক,বাংলাদেশদর্পন.কম