যুক্তরাষ্ট্রের মারে স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গোপাল নাথ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষে গণিত বিভাগের ছাত্র ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াশুনা শেষ করে উচ্চশিক্ষার জন্য ২০১২ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান গোপাল নাথ। যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি, এলাবামা থেকে পরিসংখ্যান বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন তিনি। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে মারে স্টেট ইউনিভার্সিটিতে তিনি নিয়োগ পান।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের কেনটাকিতে অবস্থিত মারে স্টেট ইউনিভার্সিটির গণিত ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন গোপাল নাথ। চলতি বছরের আগস্ট মাসেই তিনি শিক্ষক হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করবেন।

যশোর জেলার বসুন্দিয়ায় বাড়ি গোপাল নাথের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে তিনি থাকতেন। তার এই সাফল্যের খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের পরিচিত মহলে।

নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম