বরিশাল: বরিশাল বিভাগে এ পর্যন্ত মোট ৪ হাজার ৬৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার ( ১৮ জুলাই) বরিশাল স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়। এছাড়াও এ পর্য সুস্থ হয়েছেন সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৪ জন এবং মারা গেছেন ৯৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানান, গত ২৪ ঘন্টায় ৬ জেলায় নতুন শনাক্ত হয়েছে ১৬২ জন এবং সুস্থ হয়েছেন ৯১ জন। শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মারা গেছেন মোট ১৩৯ জন।

এছাড়া, বিদেশি নাগরিকদের সংক্রমণ প্রতিরোধে  ১০ মার্চ থেকে ১৮ জুলাই থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ২৫ হাজার ৭৮৩ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ২ হাজার ৮৬ জন,বরগুনায় ৪৬৪ জন, পিরোজপুরে ৪৮১ জন পটুয়াখালীতে ৮১৪ জন, ভোলায় ৪৪৩ জন ও ঝালকাঠিতে ৩৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। ২ হাজার ৮৬ জনের মধ্যে ২৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।