চট্টগ্রাম: ৬ জুলাই মানসিক প্রতিবন্ধী একটি মেয়ে রাস্তার ফুটপাতে প্রসব করে ফুটফুটে সন্তান। পাগলী মা তাঁর সন্তানকে বাঁচানোর জন্য সন্তান ভূমিষ্ট হবার পরেই সাহায্য চেয়ে রাস্তায় দৌড়াতে থাকে।

সে নিজে পাগলী হলেও সন্তানের প্রতি তাঁর ভালোবাসার কোনো কমতি নেই। কিছুক্ষণ আগেই তাঁর প্রসব হয়েছে ,প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে কিন্তু এদিকে সে নিজের কথা ভূলে গিয়ে সে তাঁর সন্তানে কথা ভাবছে।

Image may contain: one or more people and people sitting

মেয়েটির এই অবস্থা দেখে স্থানীয় কিছু যুবকেরা তাঁকে নিয়ে যায় সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে। সন্তান সুস্থ থাকলেও মা সুস্থ নেই। প্রসবের পর দৌড়ানোর কারণে তাঁর অনেক রক্ত ক্ষরণ হয় এবং তাঁর শরীরে রক্তের প্রয়োজন হয়। তবে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবী ডাক্তারদের প্রচেষ্টায় পাগলী মা ও সন্তান দুজনের জীবনেই এখন সুরক্ষিত।

Image may contain: one or more people and people sitting

বিদ্যানন্দ তাঁদের ফেসবুক পেজে কয়েকটি পোস্ট  শেয়ার করা হয় এই ঘটনাকে ঘিরে। মা পাগলী হলেও এবং শিশুটি ফুটপাতে জন্মালে ও তাদের আর কোনো অনাদর হবে না বলেছেন সেচ্ছাসেবকেরা। তাঁরা আরো বলেন রাজার কন্যার মত বড় করবেন তাঁরা শিশুটিকে। শিশুটির জন্য অনেক উপহার আসতে শুরু করেছে বলে উল্লেখ করেছেন তাঁদের ফেসবুক পেজে। 

Image may contain: flower

শিশুটির যেহেতু বাবা নেই সেহেতু তার ভবিষ্যতের ব্যাপারে  আইনি পরামর্শ নিচ্ছেন বলেও তারা উল্লেখ করেছেন।