করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জুন হাসপাতালে ভর্তি হন বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র। মঙ্গলবার (০৭ জুলাই) কেরোনাভাইরাসের সাথে যুদ্ধে জয়ী হয়ে তিনি বাড়ি ফিরেছেন।

প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইসলাম বলেন, বাবা গত মাসে এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখান থেকে ফেরার পর থেকেই জ্বর আসে ও কাশি হয়। পরবর্তীতে আমরা জানতে পারি আমাদের আত্মীয়দের সবাই করোনা পজিটিভ। এরপর আমাদের বাসার সবার করোনা পরীক্ষা করা হলে বাবার পজিটিভ আসে।

তিনি আরো বলেন, রেজাল্ট পাওয়ার পরেই আমরা বাবাকে হাসপাতালে ভর্তি করি এবং খুব তাড়াতাড়িই বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। অসুস্থতার কারণে অনেক দিন ধরেই আর অভিনয় করছেন না প্রবীর মিত্র। বর্তমানে তাঁর বয়স ৭৫ বছর। তিনি প্রায় পঞ্চাশ বছর ধরে চলচিত্রের সাথে যুক্ত। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই গুণী অভিনেতা।

‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’, ‘জয় পরাজয়’, ‘প্রতিজ্ঞা’, ‘প্রতিহিংসা’ ও ‘তিতাস একটি নদীর নাম’সহ তিনশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।