ঢাকা: ১৬ বছর বয়সী নাগরিকরাও এখন থেকে জাতীয় পরিচয় পত্র পাবেন। অনলাইনে আবেদনের মাধ্যমে ঘরে বসেই জাতীয় পরিচয় পত্র প্রদানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় পত্র শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ বিষয় নিশ্চিত করেছেন। 

১৬ বছর বয়সীরাও এখন অনলাইনে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এর মাধ্যমে ঘরে বসেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাউনলোড ও প্রিন্ট করে নিতে পারবেন। জানা যায়, ১৮ বছরের কম বয়সীদের জাতীয় পরিচয় পত্র প্রদানের পূর্ব প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো। 

কাজী আশিকুজ্জামান বলেন, ২০২০ সালের ভোটার তালিকা হালনাগাদ যখন করা হয় তখন ১৬ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হয়েছিল। অনলাইনে গিয়ে খুব সহজেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে তারা এনআইডি ডাউনলোড করে নিতে পারবে। 

তবে যারা ইতোমধ্যে তথ্য দিয়েছেন শুধু তারাই নয়, যাদের বয়স ১৬ হয়েছে তারাও অনলাইনে আবেদন করে তথ্য দিতে পারবেন। এ ক্ষেত্রে services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।