নেত্রকোনা: জেলার সুসং দুর্গাপুর উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী শ্রী কালীমন্দিরে ভয়াবহ চুরি সংঘটিত হয়েছে।

চোরেরা মন্দিরের সি সি ক্যামেরার লাইন কেটে দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে এই চুরি সংঘটিত করে। এসময় কালী প্রতিমার সমস্ত অলংকার সামগ্রী, দুটি বড় দানবাক্সের সমস্ত টাকা পয়সা নিয়ে যায়। তবে প্রতিমা অক্ষত আছে। ঘটনাটি ঘটেছে ২০ জুন দিবাগত রাতে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করে অনতিবিলম্বে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। দুর্গাপুর কলমাকান্দার সাংসদ মানু মজুমদার এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত আসামীদের গ্রেফতারের নির্দেশ দেন।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের দুর্গাপুর শাখার সভাপতি  ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা রেমন্ড আরেং ও সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, দুর্গাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেষ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

কালীবাড়ী কমিটির সভাপতি রণজিৎ কুমার সেন সার্বক্ষণিক প্রশাসনের সাথে যোগাযোগ রাখছেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দুর্গাপুর উপজেলা সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নয়ন বর্মন, নেত্রকোনা প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম