স্বপ্ন এখন স্বাধীন

আমার এ দেশ আজও লজ্জাতে মুখ ঢাকে।
লজ্জা সবুজ ঘাসে নীরবে ঝরতে থাকে।
নীরব চোখের ভাষায় হাজারও প্রশ্ন।
ফুল ঝরে ঝরে যায় হৃদয় কবোষ্ণ। 

হৃদয় একটা নদী বাঁধ ভাঙ্গে তার যদি। 
ভাঙবে কি করে কারা এ যে পাষাণবেদী। 
পাষাণে ফোটাতে ফুল করবো না আর ভুল। 
ভুলের সীমানা পার করি মৃত্যু দোদুলদুল। 

মৃত্যু যখন বন্ধু আমার, জেনেছি পরম সত্যি। 
সততার পথে খুঁজে ফিরি স্বাধীনতা দিন রাত্রি। 
স্বাধীনতা খুঁজে মরি নীল আকাশের বুকে। 
বাতাসে বারুদের গন্ধ বাঁচবো কিসের সুখে। 

বাঁচার জন্য উঠে দাঁড়ায় দেখি দূরের প্রান্ত।
দূর দিগন্ত অপেক্ষা করে বিপ্লব অনন্ত। 
বিপ্লব নাকি সবুজ পাতা বিপ্লব কিশলয়। 
কিশলয় জানে কি করে অধিকার বুঝতে হয়? 

বুঝতে বুঝতে ঘরবাড়ি বুঝতে বুঝতে গ্রাম নগর। 
নগর ছাড়িয়ে দেশ এখন তোলে অধিকারের ঝড়।
ঝড় এখন ভেঙ্গে চলেছে উঁচু প্রাসাদের চূড়া। 
ভাঙতে ভাঙতে এগিয়ে চলে ভাঙবে এবার কারা। 
কারার ধ্বংসস্তূপ সরিয়ে নতুন আলোর দিন। 
সূর্যকরোজ্জ্বলে পতাকা ওড়ে স্বপ্ন এখন স্বাধীন।

কবি: অসিত কুমার রায়