পটুয়াখালী : ভাইরাস নামক সৃষ্ট দুর্যোকময় মুহুর্তে দুঃসময়ে ঘরে বসে নেই বাংলাদেশের অন্যতম হিন্দুত্ববাদী সংগঠন  পটুয়াখালী হিন্দু ছাত্র মহাজোট।

পটুয়াখালী হিন্দু ছাত্রমহাজোটের সকল সদস্যদের মাসিক চাদা দেওয়া তহবিল থেকে  নিজ সম্প্রদায়ের দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতারন করেন। 

গত ২৬ মার্চ থেকে যখন দেশ করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য লকডাউন ঠিক করে।

ঠিক সেই মুহুর্ত থেকে এই সংগঠনটি নিজ সম্প্রদায়ের মানুষের মাঝে এ নিয়ে ৫ বারের মত ত্রান সামগ্রী ঘরে ঘরে গিয়ে বিতারন করেন।

হিন্দু সম্প্রদায়ের কল্যানের জন্য এই সংগঠনটির সকল সদস্যর মাসিক চাদা দিয়ে একটি তহবিল খুলে।

সেই তহবিল থেকেই ত্রান বিতারনের জন্য এগিয়ে আসেন সংগঠনটির নেতা কর্মীরা।

পটুয়াখালী জেলার অন্তর্গত সকল উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সকল দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতারন করা হয়।

পটুয়াখালী হিন্দুছাত্র মহাজোটের  আহবায়ক সচিব চিরন্ঞ্জিৎ কুন্ডু (অভিক) এর নির্দেশে ও মিথুন কুমার (সৈকত) এর ব্যাবস্থাপনায় এই ত্রান বিতারন করা হয়।

এছাড়াও ত্রান ব্যাবস্থাপনায় ছিলেন পটুয়াখালী হিন্দুছাত্রমহাজোটের সদস্য উদয় চ্যাটার্জী, অনুপ দে, গবিন্দ সাহা, সুব্রত কুমার শীল প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম