শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন
করোনা ভাইরাসের কথা করিব বর্ণন।
করোনা ভাইরাস আছে পৃথিবীতে আরো
এই কোভিড উনিশ তাঁর মধ্যে বেশি ভয়ংকর।
ছোঁয়াচে করোনা ভাইরাস মানুষ মারার কল।
যমের মত, যাদের কম রোগ ঠেকানোর বল।
হাজার হাজার মরছে মানুষ ভাইরাসের কারণে
জগৎজুড়ে মহামারি সব মানুষে জানে।
নিজে সচেতন হয়ে অন্যরে দেন বাণী
যথাযথ না জানিলে যাবে সবার প্রাণই।

এই ভাইরাসের উপরিভাগ চর্বি দিয়ে গড়া
এমনি জলে ধ্বংস হয় না সাবান পানি ছাড়া।
বিশ সেকেন্ডের বেশি সময় হাত ধুলে সাবানে
ভাইরাস থেকে মুক্তি পাবেন বলে জ্ঞানীজনে।
সামাজিক দূরত্বটারে মানতে হবে বেশি
ঘরে থাকুন, সুস্থ থাকুন যত বাংলাদেশি।
ডব্লিউ এইস ও-র নির্দেশনা করুন অনুসরণ
সরকারের নীতিমালা মানুন নিষেধ বারণ
দূরে থাকুন একটি মিটার মাস্ক পরুন মুখে
ধৈর্য ধরে থাকলে ঘরে বাঁচতে পারবেন সুখে
হাঁচি-কাশি ঢাকুন সবাই টিস্যু রুমাল দিয়ে
হাত দেবেন না চোখে মুখে সাবানে না ধুয়ে।
মন্দিরে বা মসজিদে নয় এখন উপাসনা
প্রার্থনা হোক ঘরে বসে ভীড়ে যেতে মানা।

বিদেশ ফেরত মানুষেরা করুন কোয়ারেন্টাইন,
দেশ ও দশের ভালোর জন্য মানুন এসব আইন।
দিন আনা দিন খাওয়া যারা কষ্টে কাটায় দিন,
তাদের পাশে দাড়ান সবাই কমান কিছু ঋণ।
একলা সুখে থাকার ভেতর আসলে সুখ নেই
সবার মুখে ফুটলে হাসি, স্বর্গ পৃথিবীতেই।

জেনে নিয়ে মেনে চললে নেই করোনা ভীতি
বিজয় মোদের হবেই হবে আমরা বীরের জাতি।
সুস্থ থাকুন ভালো থাকুন সকলের হোক ভালো
করোনা সচেতনতার পাঁচালী শেষ হলো।

করোনা পাঁচালী/মিন্টু ভদ্র/বাংলাদেশ দর্পণ